Nadia

May 17 2023, 18:19

বাঞ্ছারামের পদবী সহ তার লিচুবাগানের হদিস নদীয়ার শান্তিপুরে!


বাঞ্ছারামের বাগান ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত একটি, অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। ছবির নামভূমিকায় অভিনয় করেন মনোজ মিত্র। তাঁরই সাজানো বাগান নাটক অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়। ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং ১৯৮০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয় করে, সে কথা সকলেরই জানা। তবে আজও বাঞ্ছারামের পদবী কেউ জানতে পেরছেন কি? বা কোথায় অবস্থিত তার বাগান?

নদীয়ার শান্তিপুরে কিন্তু আমরা খুঁজে পেয়েছি বাঞ্ছারামকে। শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুই পাড়া বাউসোডাঙ্গা গ্রামের বাসিন্দা বান্ছারাম ধারা। নাম না জানা বহু পুরাতন বাবুর বাগান বাঞ্ছারামের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। চার ভাইয়ের ভাগের ভাগ হিসেবে পেয়েছেন 35 টি লিচু গাছ সহ বাগানের একাংশ। গাছের গুড়ি গুলো দেখেই বোঝা যায় বেশ কয়েকশ বছরের পুরনো। এলাকার প্রবীণরা অবশ্য জানাচ্ছেন তাদের দাদু ঠাকুরদা রাও এই ভাবেই দেখে আসছেন। একটি গাছে 40- 50 হাজার লিচু ফলন হয় আজও। শুধু তাই নয় ভিন রাজ্যের পাইকার ক্রেতারা এই বাগানেই ভিড় করেন। কারণ পুরনো গাছের লিচু স্বাদে গন্ধে অতুলনীয়।

আলুই পাড়ায় পাশাপাশি বেশ কয়েকটি লিচুবাগান আছে যার মধ্যে বাঞ্ছারামের বাগান অন্যতম। অনেকে তো বলছেন ফল উৎপাদন এবং পুরাতনের দিক থেকে এটি নদীয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ লিচু বাগান।

যদিও সেই বাঞ্ছারামের বাগান এই বাঞ্ছারাম

ধারা কিনা, তা স্পষ্ট নয়। তবে বান্ছারাম ধারা অতশত জানেন না কিছুই, বরং সিনেমার কথা শুনে তিনি বেশ ঘাবড়ে যান। দিনকাল ভাল নয় কোন কথা থেকে কি হয় সেসব ভেবে বাগানের বিষয়ে খুব বেশি মুখ খুললেন না পরিবারও।

তবে প্রতিবেশীরা জানান,শীত গ্রীষ্ম বর্ষা ছাগল চরানোতেই তার ভরসা। সম্পত্তির কথা খুব বেশি আলোচনা করতে চান না বাঞ্ছারাম।

কিন্তু চার ভাইয়ের সমগ্র বাগানটি যে তারা অত্যন্ত যত্নেই রেখেছেন তা বোঝা গেছে।

Nadia

May 17 2023, 18:17

ভুলের মাশুল বেড়ে পাঁচ গুণ! বিদ্যুৎ দপ্তরের সিদ্ধান্তে তড়িকাহত গ্রাহকরা


জোর কা ঝটকা ধীরে সে লাগে, তবে সুবিবেচক সিদ্ধান্তকারী হলে।এক্ষেত্রে শুধু ঝটকাই নয়! এক সিদ্ধান্তে তড়িতাহত হওয়ার মতন টেনে হিঁচড়ে গ্রাহকদের পীড়ন করার মতন , অমানবিক সিদ্ধান্ত , এমনটাই মনে করছেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের ডব্লিউবিইআরসি র গ্রাহকরা।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জানিয়ে দুশ্চিন্তায় সমস্ত গ্রাহককুল । সেখানে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও যুক্ত করার চার্জ এতদিন পর্যন্ত যথাক্রমে ৪০ এবং ৬০ টাকা ছিলো অর্থাৎ মোট ১০০ টাকা। যা এখন পরিবর্তিত হয়ে ২০০ এবং ৩০০ টাকা করা হয়েছে অর্থাৎ মোট পাঁচশ টাকা।

তবে সিদ্ধান্তটি হয়েছে গত ৩০ .০৩. ২০২৩ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী যা কার্যকরী হয়েছে গত পয়লা মে থেকে।

এ প্রসঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্র এবং রাজ্য দুই সরকারী বিলগ্নীকরণের পথে হাঁটছে, তাঁত প্রধান এলাকার শান্তিপুরে কমার্শিয়াল করার বিপক্ষে এবং ইউনিট চার্জ কমানোর জন্য লাগাতার আন্দোলন করে আসছে দল। মেলা খেলা দিয়ে সাময়িক সন্তুষ্ট করতে চায় এ সরকার, আদতেও সর্বসাধারণ মানুষের সামনে সমূহ বিপদ।

বিজেপির পক্ষ থেকে বলা হয়, মরার উপর খাঁড়ার ঘা। যে প্রান্তিক পরিবার গুলি অর্থাৎভাবে বিল মেটাতে পারেনি, তারা এত মোটা ফাইন কিভাবে দেবে? আদতেও দেউলিয়া হয়ে গেছে এ সরকার, ঢালাও মদের লাইসেন্স দিয়েও আয় বাড়াতে পারছে না। তার ফলেই জনগণের উপর এ ধরনের অমানবিক সিদ্ধান্ত।

শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, একসময় লোডশেডিং নামে সরকারের পরিচিত হয়েছিলো বা বাম আমলে। এখন বিদ্যুৎ পরিষেবা অনেক উন্নত, তবে মানুষকে আরো সচেতন করতেই হয়তো এই সিদ্ধান্ত, কিছু মানুষ সমস্যায় পড়বেন ঠিকই, তবে বিদ্যুৎ বিল ইউনিট প্রতি কমানো হয়েছে তাতেই তাদের সাশ্রয় হবে।

যদিও শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষকে আরো সচেতন করার জন্যই , খুব সামান্য অংশের গ্রাহক এ ধরনের সমস্যায় পড়ে, তবে অস্থায়ী কিলোওয়াট হিসাবে বিদ্যুতের মূল্যের কোনো পরিবর্তন হয়নি। বরং সার্বিকভাবে ইউনিট চার্জ কিছুটা কমেছে।

Nadia

May 17 2023, 17:30

*এগরা বিস্ফোরণ কাণ্ডে মমতাকে কটাক্ষ করলো সুকান্ত*

এগরা বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত ভানু তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল। এনআইএ দাবি করে মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সবটাতেই তৃণমূলের রাজনৈতিক উস্কানি রয়েছে। এবার এগরা কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায় কে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রানাঘাটে একটি বেসরকারি লজে বিজেপির যুব সম্মেলন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীসভায় বক্তব্য রাখার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল রাজনৈতিক চক্রান্ত করছে। এগরা বিস্ফোরণ কান্ড এবং উর্মি আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে নাটক করছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন এগরা কাণ্ডে যে মূল অভিযুক্ত তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল। ভানু গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ভানু তো এদিক-ওদিক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তাহলে কি পুলিশ ওকে লুকিয়ে রেখেছিল। পাশাপাশি তিনি বলেন এফআইআর কপিতে কারো নাম দেওয়া নেই এগরা কাণ্ডে। অথচ মুখ্যমন্ত্রী বলেছেন দুই মাস আগে তাকে গ্রেফতার করেছিলাম। তাহলে তিনি কাকে বাঁচানোর চেষ্টা করছে। এনআইয়ের নাম করে মানুষকে বোকা বানাচ্ছেন আসলে তিনি কোন তদন্তই করতে দেবেন না। অন্যদিকে সরকারি কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি কর্মচারীদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। মুখ্যমন্ত্রী শুধু নিজের ভাইপোর কথা ভাবছেন। অথচ সারা বাংলায় হাজার হাজার ভাইপো হয়েছে তা তার নজরে পড়ছে না।

পাশাপাশি বিজেপি কর্মী খুনের ঘটনায় তিনি বলেন, দুজন গ্রেফতার হয়েছে বটে কিন্তু আমরা চাই মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হোক। তিনি বলেন এই খুনের পেছনে মূল অভিযুক্ত তৃণমূলের বিধায়ক পরেশ পাল তিনি এ ষড়যন্ত্র করে খুন করিয়েছেন।

প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেন তৃণমূলের শুধু এখন পুলিশ রয়েছে। পুলিশকে সরিয়ে দিক তৃণমূলের কোনো পার্টি অফিস আর খুলবে না।

Nadia

May 16 2023, 17:48

*পরীক্ষার প্রথম দিনেই কলেজে ভাঙচুর*

পরীক্ষা শুরুর প্রথম দিনেই তৃণমূলের দুই কলেজের ছাত্র সংসদের সংঘর্ষে রণক্ষেত্র নদীয়ার শান্তিপুর কলেজ, দফায় দফায় ভাঙচুর।

 স্নাতক স্তরের ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষা হিসাবে কম্পালসারি বাংলা ছিলো আজ। শান্তিপুর কলেজে সিট পড়ে কৃষ্ণনগর ডিএল রায় কলেজের ১০৮০ জন পড়ুয়াদের।

পরীক্ষা শুরুর আগে, ছাত্র-ছাত্রীদের কথা অনুযায়ী ,শান্তিপুর কলেজের ক্যাম্পাসের মধ্যে ডি এল রায় কলেজের ইউনিয়নের ছেলেদের সাথে শান্তিপুর কলেজের এক অধ্যাপক রামকৃষ্ণ মন্ডলের বচসা বাধে ।

তবে, পরীক্ষার্থী না হয়ে শান্তিপুর কলেজ ক্যাম্পাসে কিভাবে ঢুকলো ইউনিয়নের ছেলেরা সে প্রসঙ্গে শান্তিপুর কলেজের আরক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরীক্ষার্থী না হয়েও তারা কলেজে প্রবেশ করতে চাইছিলো পরীক্ষায় নকল করার সহযোগিতার জন্য, বাধা দিলেই এই বাধে এই অশান্তি । 

এরপর তারা ক্লাসরুমের সামনে রাখা বেশ কয়েকটি গাছের টব ভাঙচুর করে। পরীক্ষা কেন্দ্রের দরজা জানলা ভাঙচুর করে, বেশ কিছুটা সময় বিলম্বে শুরু হওয়ার পর, শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তে আবারো রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিপুর কলেজ।

অন্যদিকে শান্তিপুর কলেজের সিট পড়েছিলো কৃষ্ণনগর গভমেন্ট কলেজেএ সেখানেও বেশ কিছু ছাত্রদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ। 

তবে এ বিষয়ে, প্রথম অশান্তির সূত্রপাতের সাক্ষী অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল এ বিষয়ে মুখ খোলেননি।

প্রধান অধ্যক্ষা ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য আজ উপস্থিত না থাকার কারণে, ভারপ্রাপ্ত অধ্যাপক দীপঙ্কর ভট্টাচার্য জানান গোটা বিষয়টি অধ্যক্ষা এবং গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

তবে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপুর কলেজের নিরাপত্তা বিষয়ক সিসি ক্যামেরা, শান্তিপুর থানার পুলিশ পোস্টিং, এবং গেটে কড়া নিরাপত্তা কোনটাই নজরে আসেনি অভিভাবকদের।

Nadia

May 16 2023, 17:45

* ১৫ দফা দাবি নিয়ে পথে নামলো স্বাস্থ্য কর্মীরা*


করোনা পরবর্তী সময় থেকে একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে রাজ্যের আশা কর্মীরা। অভিযোগ, কর্ম ক্ষেত্রে দীর্ঘ বঞ্চনা ও স্বল্প মজুরি সহ বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও অনেক সময় হেনস্থা, নিপীড়নের ঘটনাও ঘটে। সরকারি কর্মীর স্বীকৃতি সহ মাসিক ২১ হাজার টাকা বেতনের দাবি সহ একাধিক দাবিতে বিভিন্ন জেলার স্বাস্থ আধিকারিক এর কাছে ডেপুটেশন, বিক্ষোভ সংঘটিত করেছিলো।

যা তাদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত বিবেচনা করা হয়নি সরকারি তরফে।

তবে এবার স্বাস্থ্যকর্মী হিসেবে সামাজিক স্বীকৃতি দাবি তুলেছে তারা। সাথে ভাতা বৃদ্ধি সহ পনের দফা দাবি।

বকেয়া সমস্ত প্রাপ্য মেটানোর দাবিও তুলেছেন তারা। তারা বলেন করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছেন তার পুরস্কার স্বরূপ সরকার কর্তৃপক্ষ ঘোষণা করেছিল এক লক্ষ টাকা বীমার , কিন্তু তাও মেলেনি তাদের। বরং মেলা খেলা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে তাদের বিনা পারিশ্রমিককে যেতে বাধ্য করা হয়।

এমনকি ন্যূনতম সময় না দিয়েই তাৎক্ষণিকভাবে কিছু কাজের রিপোর্ট জমা দিতে বলা হয়, ঘরে বাইরে এভাবে চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও বকেয়া না পেয়ে আজ তারা বিক্ষোভ দেখায় নদীয়ার কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে। ডেপুটেশন দেয় সি এম ও এইচ কে। তবে তারা বলেন আগামী দিনে তারা আরো সঙ্ঘবদ্ধ হয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবেন।

Nadia

May 15 2023, 20:38

*উদ্ধার হল হোরোইন! গ্রেফতার ২*


লক্ষাধিক টাকার হেরোইন সহ দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করলো এসটিএফ। সূত্রের খবর, রবিবার ভোররাতে গোপনসূত্রে খবর পেয়ে নদীয়া এসটিএফ রানাঘাট থানাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে রানাঘাট থানার খেদাইতলা এলাকা থেকে দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করে।

ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। সোমবার নদীয়া এসটিএফ তদন্তের স্বার্থে ধৃত দুই হেরোইন পাচারকারীকে নিজেদের হেফাজতে চেয়ে কৃষ্ণনগর NDPS আদালতে তুললে বিচারক তাদের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Nadia

May 15 2023, 16:12

*রোগীর পাতে পড়ছে না ভাত!*

দীর্ঘ ১৪ দিন পরছেনা রোগীর পাতে ভাত । শুধু ভাত নয় জল খাবারটাও চুরি হয়ে গেছে । অভিযোগ করছেন স্বয়ং রুগীর পরিবার । বেশ কিছুদিন যাবৎ কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল সেই ছবি আমরা তুলে ধরেছিলাম । রোগীর নিজের অভিজ্ঞতা থেকে এসে জানিয়েছে চিকিৎসা করাতে এসে ভর্তির হতে হয়েছিল হাসপাতালে । মনে করেছিলাম সুস্থ হয়ে বাড়ি যাবো । বড় হাসপাতাল ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন দুদিনের মধ্যে একটা ডাক্তারও দেখতে যাননি রোগীকে । রোগীর অভিযোগ তার জ্বর কমে গেছে, বিনা চিকিৎসায় হাসপাতালে রয়েছে তখন তিনি চিকিৎসককে বলেন তাকে ছুটি দেয়ার জন্য । চিকিৎসকাকে জানান ছুটি তার হবেনা সে তখন বলে আমি হাসপাতাল থেকে চলে যাব। তুমি যেতে পারবে কিন্তু আমরা তোমাকে হাসপাতালের কোন কাগজ দেবো না । রোগী যখন বলে, কাগজ যখন দেবেন না সইয়ু আমি করব না । অভিযোগ জানান হাসপাতালে তাহলে অভিযোগ জানানো হবে রোগীর নামে । ভাবতে পারেন হাসপাতালে রোগী কেউ ভয় দেখানো হচ্ছে পুলিশের । ঘটনা জানবার জন্য বারবার ফোন করা হয়েছিল কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে বি এম ও এইচ সাথি কুন্ডুকে । তিনি ফোন তোলেন নি । রোগীর পরিবারের অভিযোগ শিশুর চিকিৎসার জন্য বলা হলে শিশুর পরিবারের সাথে খারাপ ব্যবহার করে চিকিৎসক । বিএমএইচ কে লিখিত অভিযোগ জানানো হয়েছে । আজ পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি । এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ কুমার বিশ্বাস বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার নিজের দপ্তরের এই দশা রোগী আজ খাবার পায় না পাশাপাশি বগুলা গ্রামীন হাসপাতাল রয়েছে সেখানে খাবার চলছে তাহলে কি এখানেও কোন দুর্নীতির জাল । আবার মুখ্যমন্ত্রী গর্ব করে বলছেন তিন বছরে ডাক্তার দেড় বছরে নার্স । হাসপাতালের এই করুণ দৃশ্য দেখে সবাই হতবাক জনমানুষে প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঁচ টাকায় ডাল ভাতের ব্যবস্থা করা হয় রাজনীতির জন্য আর হাসপাতালে রোগী পায় না ভাত । কৃষ্ণগঞ্জ ভিডিও কামাল উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে মুখ খুলবেন না। অথচ তিনিও এই হাসপাতালের কমিটিতে রয়েছেন ।

Nadia

May 15 2023, 16:10

*পাট বোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড*

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত হয়ে গেল একটি পাট বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাজিরপুর বাজারে। আজ একটি দশ চাকার লরিতে পাট বোঝাই এর কাজ চলছিল। এমন সময় ইলেকট্রিক তার থেকে ওই লরিতে অগ্নি সংযোজিত হয়।তেহট্ট ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে করিমপুর ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর নেই, যদিও অশ্বিভূত হয়ে গেছে গোটা গাড়ির পাট।।

Nadia

May 14 2023, 15:51

*ATM জালিয়াতি তদন্তে গ্রেপ্তার ২*

এটিএম জালিয়াতি তদন্তে নেমে গ্রেপ্তার আরও দুই, মূল অভিযুক্ত দীপঙ্কর মোদক ও শিব শঙ্কর বসু নামের আরও দুজনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। ধৃতরা কলকাতার বাসিন্দা এর মধ্যে শিব শংকর বসু পেশায় একজন আইনজীবী।

দীপঙ্কর মোদক এ টি এম এ টাকা ভরার কাজ করতেন। গত ২রা মে শ্রীরামপুরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে মোট ৬ কোটি ২৪ লক্ষ টাকা তোলা হয়। বিভিন্ন এটিএমে টাকা ভরার জন্য এই টাকা তোলা হয়েছিল। তার মধ্যে ১ কোটি ২৯ লক্ষ টাকা জালিয়াতি হয় বলে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সঞ্জীব সরকার, সঞ্জীব পাত্র এবং সন্তু দত্ত নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদ করে দীপঙ্কর মোদক এবং শিব শংকর বসু কে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে এক কোটি ১২ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়। ধৃতদের ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। বাকি টাকাও খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।

Nadia

May 14 2023, 12:32

*উদ্ধার হল নিষিদ্ধ কাশির সিরাপ*

চাপড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল নেতার আত্মীয় সহ চার জন।

চাপড়ায় নিষিদ্ধ কাশির সিরাপ পাচারে এবার নাম জড়ালো শাসকদলের। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে শনিবার রাতে চার জনকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিস। ধৃতদের মধ্যে দু'জন চাপড়ার প্রভাবশালী দুই তৃণমূল নেতার ভাই ও ভাইপো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে দুটি বিলাসবহুল চারচাকা গাড়ি কৃষ্ণনগর থেকে চাপড়ার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা চাপড়ার দৈয়েরবাজারের চেকপোস্টের সামনে গাড়ি দুটিকে আটক করে। উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ৯৯৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। এরপরই ওই দুই গাড়ির চালক ও আরোহী সহ চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলো চাপড়ার বাঙালঝির বাসিন্দা সাকিল আহমেদ ও মানিক চাঁদ শেখ এবং শ্রীনগরের বাসিন্দা বাচ্চু মিস্ত্রি ও বড় বালিডাঙার বাসিন্দা আজিজুল শেখ। এদের মধ্যে ধৃত সাকিল চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য জাহান আলী মোল্লার ভাইপো এবং ধৃত বাচ্চুর ভাই গোলাম মোস্তফা মিস্ত্রি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের ঘটনায় শাসকদলের নাম জড়িয়ে যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি অপরাধীর বিচার হবে।